Dettagli

  • Ultima Connessione: 3 giorni fa
  • Genere: Uomo
  • Località: Somewhere in Asia
  • Contribution Points: 5 LV1
  • Ruoli:
  • Data di Registrazione: novembre 16, 2020

Forhad Ahmed Niloy

Somewhere in Asia

Forhad Ahmed Niloy

Somewhere in Asia
Completo
Where Stars Land
11 persone hanno trovato utile questa recensione
feb 12, 2021
32 di 32 episodi visti
Completo 0
Generale 9.0
Storia 9.0
Acting/Cast 9.0
Musica 9.0
Valutazione del Rewatch 9.0

A very heart-warming drama.

This is a Hidden Gem...
Why nobody talks about this drama in social media? I've never seen a single review of this drama in Bangladesh Community.
I love this drama very much. Every single character is awesome. The chemistry between two main leads is heart touching. But rather than the chemistry I loved the style of the story telling very much.
I loved it. This drama is so underrated. This is so disappointing. This drama deserves much more hype.
I'm suggesting this drama to all those drama-lovers, who loves slow but heart warming drama like Chocolate, Run On, A Piece of Your Mind etc.
Guys, this drama is worth watching.

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
The High Priest Rembrary
18 persone hanno trovato utile questa recensione
mar 26, 2023
12 di 12 episodi visti
Completo 2
Generale 1.0
Storia 1.0
Acting/Cast 4.0
Musica 2.0
Valutazione del Rewatch 1.0

The worst drama can be made in 2023

I still can't believe this drama was made in 2023. I can definitely say its story was not written in a sane mind. But the worst is its visual effects. Such a low budget CG has not been seen in a decade.

Story - Written on expired Marijuana.
Acting - Terrible.
The production looks like it's a fan fiction. Someone made it as a hobby to pass the time.
The VFX looks like some under 20's made it on a low budget PC to learn real work.

There is no character development in the entire drama. I have never seen such a frustrating male lead in my life. There is no spark between the main leads.

This drama is the biggest joke of 2023.
I have never wasted my time so badly in my entire life as I did watching this.

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
The Sound of Magic
4 persone hanno trovato utile questa recensione
mag 10, 2022
6 di 6 episodi visti
Completo 0
Generale 9.0
Storia 9.5
Acting/Cast 9.0
Musica 8.5
Valutazione del Rewatch 9.0

Annara Sumanara!!!

দাংসিন মাবসবেউল মিডসইবনিকা? Do You Believe In Magic?
প্রথমেই নেটফ্লিক্সকে বিশাল একটা ধন্যবাদ দেয়া উচিত এই পোস্ট-প্যানডামিক ডিপ্রেসিং একটা টাইমে একটা মিউজিক্যাল ফ্যান্টাসি বানানোর মত সাহস করার জন্য। তবে দিলাম না, কারণ ড্রামাটা নিয়ে যে লেভেলের মার্কেটিং করার দরকার ছিল, তারা তার কিছুই করেনি। একই কাজ করেছিল আরেক মাস্টারপিস Move To Heaven নিয়েও। সবচেয়ে ভালো কাজগুলোকে নিভৃতে মুক্তি দিয়ে দেয় আর বস্তাপঁচা কিছু জিনিস নিয়ে খালি হাইপ তোলে। বাজে চর্চা...
ড্রামাটা কেমন সেটা নিয়ে কিছু বলব না তেমন। তবে এটুকু বলতে পারি, যদি খুব ছোট্ট একটা তালিকা তৈরি করা হয় যেগুলো না দেখলে পৃথিবীতে জন্ম নেয়াটা বৃথা বলে গণ্য হবে, আমার মনে হয় এই ছোট্ট ড্রামাটা সেই ছোট্ট তালিকায় স্থান পাবে। তবে আপনি যদি পিউর আর্টের ভক্ত না হন, এই জিনিস আপনার কাছে অখাদ্য মনে হবে। এই ড্রামা সবার জন্য না...
সবাই যার যার জায়গায় সেরাটা দিয়েছে। মেইন লিডরা তাদের পারফর্ম্যান্স দিয়েছে একশোতে একশো, ফাউলগুলো তাদের ফাউলগিরি করেছে অত্যন্ত ফাউলভাবে মানে ভালোভাবে আরকি, আর বালপাকনাগুলোও তাদের বালপাকনামিতে ছিল সমান পটু। মিউজিক বেশ ভালোই লেগেছে আমার। গল্প, স্টোরি বিল্ড আপ, মেসেজ এসব নিয়ে কোনো কথা হবে না। কথা হতে পারে এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেলো সেটা নিয়ে।
আমি নিশ্চিত, রবীন্দ্রনাথ ঠিক এই ড্রামাটার কথাই মাথায় রেখে লিখেছিলেন-

"ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা,
নিতান্তই সহজ সরল।
সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু'চারিটি অশ্রুজল।
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা
নাহি তত্ত্ব নাহি উপদেশ,
অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ..."

সবশেষে একটা কথাই বলতে চাই-
আন্নারা সুমানারা!

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
Rocket Boy Squad
3 persone hanno trovato utile questa recensione
ago 10, 2021
16 di 16 episodi visti
Completo 0
Generale 9.5
Storia 9.5
Acting/Cast 10
Musica 9.0
Valutazione del Rewatch 10

This gonna be my favorite drama for the rest of my life!!

হাই! কেমন আছেন সবাই? কে কোন ড্রামা দেখছেন এখন? কিছু কি দেখতেছেন আদৌ? আমি কি কিছু সাজেস্ট করবো? Racket Boys দেখুন!
চায়নাতে অহরহ স্পোর্টস ড্রামা হলেও কোরিয়ায় স্পোর্টস রিলেটেড ড্রামা খুব একটা দেখা যায় না। র‍্যাকেট বয়েজ সেদিক থেকে একটু ব্যতিক্রম। ব্যাডমিন্টন খেলাকে মূল উপজীব্য করে বানানো ড্রামাটায় শুধু মাত্র খেলাকে ফোকাস করা হয়নি, পুরো একটা ক্যমুনিটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যার কারণে Racket Boys আমার কাছে শুধুই একটা ড্রামা না, বরং তারচেয়েও একটুখানি বেশি কিছু।
স্পোর্টস ড্রামা হলেও এটাকে শুধু স্পোর্টস ড্রামা বলা যাবে না। Racket Boys একই সাথে স্পোর্টস, কমেডি, ফ্রেন্ডশীপ, রোমান্স, ইয়ুথ, মেলোড্রামা, সুপার-ন্যাচারাল সব জনরাকেই রিপ্রেজেন্ট করে!
আপনি ফ্রেশ স্টার্টিং মানে নতুন একটা জায়গায়, নতুন পরিবেশে নতুন ভাবে জীবন শুরু করা রিলেটেড ড্রামা দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
আপনি ইয়ুথ জনরার ড্রামা দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
আপনি স্কুল জনরার কোন ড্রামা দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
আপনি ফ্রেন্ডশীপ রিলেটেড কোন ড্রামা দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
আপনি রম-কম দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
প্লট টুইস্ট- টিপিক্যাল রম-কম দেখতে দেখতে বিরক্ত? তাহলেও Racket Boys দেখুন।
কোল্ড/এরোগেন্ট মেইল লীড আপনার ভালো লাগে? তাহলে Racket Boys দেখুন।
ওভার কনফিডেন্ট/ সুপার সুপার ওভার কনফিডেন্ট মেইল লীড দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
স্ট্রং/বোল্ড ফিমেল লীড ভালো লাগে? তাহলে Racket Boys দেখুন।
প্লট টুইস্ট- একা একা হিসু দিতে যেতেও ভয় পায়, পুরো গ্যাং নিয়ে যেতে হয় পাহারা দেয়ার জন্য- এমন ফানি মেইল লীড দেখতে চান? তাহলেও Racket Boys দেখুন।
কিউট/বালপাকনা বাচ্চাওয়ালা ড্রামা ভাল্লাগে? তাহলে Racket Boys দেখুন।
অনেকগুলো হ্যান্ডসাম ওপ্পাওয়ালা ড্রামা ভালো লাগে (Such as Moonlovers, Harang)? তাহলে Racket Boys দেখুন।
বন্ধুদের খুনসুঁটি, পারিবারিক বন্ধন, ফ্রেন্ডলি নেইবারহুড- এসবে ভর্তি ড্রামা ভালো লাগে? তাহলে Racket Boys দেখুন।
আপনি Do Do Sol Sol La La Sol ড্রামার ফ্যান? তাহলে Racket Boys দেখুন।
আপনি Reply 1988- এর ফ্যান? তাহলে ডেফিনিটলি Racket Boys দেখুন।
কি দেখবেন ভেবে পাচ্ছেন না? বা টিপিক্যাল ড্রামা দেখতে দেখতে ব্লক চলে এসেছে? কোন ড্রামার ঘোরে আছেন বা সিরিয়াস জনরার ড্রামা দেখতে দেখতে ক্লান্তি চলে এসেছে? বুকটা ভারী হয়ে আছে? হালকা রিফ্রেশিং কিছু দেখে মন হালকা করতে চাচ্ছেন? তাহলে চোখ বন্ধ করে Racket Boys দেখুন।
কি টান টান উত্তেজনা আর কি অধীর আগ্রহ নিয়ে প্রতিটা এপিসোড শেষ করেছি আমি- এটা শুধু আমিই জানি! আমার দেখা সেরা ৫টি কোরিয়ান ড্রামার তালিকা করতে গেলে এখন থেকে নিশ্চিত ভাবেই র‍্যাকেট বয়েজ সেই তালিকায় চলে আসবে। Racket Boys শুধু একটা ড্রামাই না, এটা আনন্দের একটা খনি, মন ভালো করে দেয়ার উৎস। এই ড্রামা আমি আরো বহুবার দেখবো!

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
Love You Forever
7 persone hanno trovato utile questa recensione
feb 15, 2021
Completo 4
Generale 9.5
Storia 10
Acting/Cast 9.5
Musica 9.5
Valutazione del Rewatch 10

Please don't watch this movie. You'll be heartbroken!!!

সতর্কতা মূলক পোস্টঃ
কেউ ভুলে ভুল করেও চাইনিজ মুভ 'Love You Forever' দেখতে বসবেন না।
গ্রুপে অনেক অনেক রিভিউ দেখবেন, মুভিটা অনেক ভালো - এসব নিয়ে।
অনেকে আপনাকে কুতাল দিবে, সাজেশন দিবে, জোর করে হলেও মুভিটা দেখাতে চেষ্টা করবে। ভুলেও এসব কিছু কানে তুলবেন না।
মনে রাখবেন, এসবকিছুই ষড়যন্ত্রকারীদের কুচক্রান্ত।
এটা মুভি না, এটা একটা ঘোর। একবার মুভিটা দেখতে বসলে এই ঘোর থেকে আর বের হতে পারবেন না। দিন-দুনিয়া আর কিচ্ছু ভালো লাগবে না। গভীর ডিপ্রেশনে পড়ে যাবেন। সব অর্থহীন মনে হবে। ভাত খেতে ইচ্ছে করবে না।
এই মুভি যারা সাজেস্ট করবে, মনে রাখবেন তারা আপনার শত্রু। আপনি ভালো থাকেন তারা এটা চায়না বলেই তারা এই মুভি আপনাকে দেখতে বলবে। দেখতে না চাইলেও জোর করে দেখাবে। ভুলেও এদের ফাঁদে পা দেবেন না। কেউ এই মুভি সাজেস্ট করতে আসলে, এই মুভি নিয়ে আলোচনা করতে চাইলে সাথে সাথে তাদের ব্লক করে দেবেন।
আর যদি তা না করেন, যদি তাদের কথা রাখতে গিয়ে মুভিটা দেখে ফেলেন, তাইলে পরে আমার মত পস্তাবেন। গভীর রাতে ছাদে উঠে একা হুহু করে কাঁদতে ইচ্ছে করবে। বুক টা হাহাকারে ভরে উঠবে। প্রেমিক/প্রেমিকা থাকলেও নিজেকে সিঙ্গেল মনে হবে। আর সিঙ্গেল হলে শুধু এক্সের কথা মনে পড়বে। বারবার মনে হবে কেন এমন হলো? এমন না হলে কেমন হতে পারতো! কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু না!!
আমার যা বলার ছিল, বলে দিলাম। পরে মুভি দেখে ভাত খেতে ইচ্ছে না করলে কেউ আমার দোষ দিতে পারবেন না। আমি কিন্তু আগেই সাবধান করছিলাম!

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
You're All Surrounded
2 persone hanno trovato utile questa recensione
gen 29, 2021
20 di 20 episodi visti
Completo 0
Generale 8.0
Storia 8.5
Acting/Cast 9.0
Musica 7.0
Valutazione del Rewatch 6.0

Do me one favor. Don't die in front of me - Eun Dae Gu

নিজের চোখের সামনে মা-কে খুন হতে দেখে জুনিয়র হাই স্কুলের এইটথ গ্রেডের ছাত্র Kim Ji Yong। যে ডিটেক্টিভ কে বিশ্বাস করেছিলো সে, Seo Pan Seok, সে-ই সম্ভাব্য খুনী কিংবা খুনীর সহযোগী। হামলা হয় তার উপরেও। মনে প্রচন্ড ক্ষোভ নিয়ে মায়ের মৃত্যুর দিনই নিরুদ্দেশ হয় সে। পালটে ফেলে নিজের পরিচয়, নতুন নাম নেয় Eun Dae Gu। এরই মাঝে পার হয়ে যায় এগারো বছর।
এগারো বছর পর Dae Gu ফিরে আসে ডিটেক্টিভ হিসাবে। যোগ দেয় আরো চার জন্য নতুন ডিটেক্টিভের সঙ্গে ক্রিমিনাল ব্রাঞ্চে, রুকি ডিটেক্টিভ হিসাবে। উদ্দেশ্য, তার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করা, এগারো বছরের আনসলভড কেসকে সলভড করা। কিন্তু এখানে তার বস তারই আজন্ম শত্রু Seo Pan Seok, যাকে একবার বিশ্বাস করে ভীষণ ভাবে ঠকেছিলো সে। এখন Dae Gu কি পারবে এগারো বছর ধরে দমিয়ে রাখা সমস্ত ক্ষোভ পুষে রেখে স্বাভাবিক ভাবে দায়িত্ব পালন করতে? নাকি যে কোনো মূহুর্তে বিস্ফোরণ ঘটাবে সমস্ত ক্ষোভের?
ফিরে এসেছে এগারো বছর আগের তার মায়ের খুনীও। সে এখন খুন করতে চায় Dae Gu-কেও। কিন্তু কেন? তার মায়ের খুনটা কি আদতেই সাধারণ কোনো খুন ছিলো? ডিটেক্টিভ Seo Pan Seok কি আসলেই খুনীর সহযোগী? না হলে খুনীর সাথে তার কিসের সম্পর্ক?
Lee Seung Gi আর Go Ah Ra দুজনেই আমার খুব পছন্দের। তবুও ড্রামাটা কিভাবে এতদিন বাদ থেকে গিয়েছিলো জানি না। কিন্তু এটা ফেলে রাখার মত ড্রামা না। যথেষ্ট ফার্স্ট ফরোয়ার্ড ডিটেক্টিভ ড্রামা, কোথাও ঝুলে গেছে বলে মনে হয়নি। রোমান্সের পরিমাণ খুবই কম, যতটা না হলেই না, ঠিক ততটায় আছে। কিন্তু থ্রিল আর সাসপেন্স আছে যথেষ্ট পরিমাণে।
ক্রাইম/মার্ডার মিস্ট্রি/ডিটেক্টিভ জনরা যদের ভালো লাগে, সবার জন্য সাজেশানে থাকবে ড্রামাটা! :)

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
Forever Love
2 persone hanno trovato utile questa recensione
gen 6, 2021
28 di 28 episodi visti
Completo 0
Generale 9.5
Storia 9.0
Acting/Cast 10
Musica 8.5
Valutazione del Rewatch 10
Questa recensione può contenere spoiler

This is the best Chinese School Drama ever made!!!

আমি এই মর্মে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ঘোষণা করছি যে, আমার দেখা প্রায় ত্রিশ+ চাইনিজ স্কুল ড্রামার মাঝে সবচেয়ে বেস্ট ড্রামা হচ্ছে 'Forever Love'। এই ড্রামার প্রোডাক্টশন, স্টোরি, এক্টিং, কাস্টিং সবকিছুই অসাধারণ। ছোটখাটো একটা খারাপ লাগার বিষয় আছে, সেটা নিয়ে শেষের দিকে দুই লাইন লিখবো, তার আগে ভালো লাগাটুকু শেয়ার করি। শেয়ার করি, কেন এটা আমার দেখা সেরা স্কুল ড্রামা।
১। বেশির ভাগ স্কুল ড্রামায় দেখা যায় নায়ক/নায়িকা (বেশির ভাগ ক্ষেত্রে নায়ক) কেউ একজন খুব জিনিয়াস আর অন্যজন (বেশির ভাগ ক্ষেত্রেই নায়িকা) 'ক' লিখতে গিয়ে কলম ভেঙ্গে ফেলে- এই অবস্থা! সেদিক থেকে এটা ব্যতিক্রম। এখানে দুজনই সমানে সমান। সমান ট্যালেন্টেড।
২। বেশির ভাগ স্কুল ড্রামায় নায়ক/নায়িকা (বেশির ভাগ ক্ষেত্রেই নায়ক) যে কোন একজন কে দেখানো হয় একটু রূঢ়/কোল্ড ক্যারেক্টারের আর অন্যজন (বেশির ভাগ ক্ষেত্রেই নায়িকা) একটু ছ্যাচড়া। রূঢ় জনের পেছনে ছ্যাঁচড়া জন বেহায়ার মত ঘোরাফেরা করে শুধু, পরে একটা সময় গিয়ে ছ্যাচড়াটার জন্য রূঢ়টার মনে করুণা হয়, মায়া হয় পরে ভালোবাসা হয়। সেদিক থেকে এটা ব্যতিক্রম। এখানে দুজনেই সমান ওয়ার্ম, সমান সফট-হার্টেড পার্সন।
৩। বেশির ভাগ স্কুল ড্রামায় নায়ক/নায়িকা (বেশির ভাগ ক্ষেত্রেই নায়িকা) কেউ একজন নিজের দূর্বলতার জন্য সবসময় ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগে এবং এজন্য সবসময় অন্যজনের ভয়ে ভয়ে থাকে/ অন্যজনকে সন্দেহের চোখে দেখে। কিন্তু এখানে নায়ক/নায়িকা কারো মাঝেই ইনফিউরিটি কমপ্লেক্সের কোনো বালাই ছিলো না। আমি যেমন, তেমনই। দুজনই সমান কনফিডেন্ট।
৪। বেশির ভাগ স্কুল ড্রামায় নায়ক/নায়িকা ভদ্র সাজতে গিয়ে (বেশির ভাগ ক্ষেত্রে নায়িকা) কিংবা নিজের মনের ভাব ক্লিয়ার-কাট ভাবে প্রকাশ করার অভ্যাস না থাকার কারণে (বেশির ভাগ ক্ষেত্রে নায়ক) সেকেন্ড লীড/থার্ড লীডরা ভাবে তাদের এখনো চান্স আছে। এজন্য তারা আরো বেশি করে ছ্যাচড়ামি/কূটনামি করে। কিন্তু এই ড্রামাটা ব্যতিক্রম। এখানে এই ব্যাপারে নায়ক-নায়িকা দুজনেই খুব স্পষ্টবাদী। নিজেদের মাঝে আর কাউকে দাঁড়ানোর সুযোগ দেয় নি কেউ, কাউকে কোন কনফিউশন সৃষ্টির সুযোগ দেয়নি কেউ। যারাই মাঝে ঝামেলা পাকাতে এসেছে তাদেরকেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে- সে যেমনই হোক, আমার জন্য ও-ই পারফেক্ট। আর কারো কোনো চান্স নেই। তাই রাস্তা মাপো!
৫। বেশির ভাগ স্কুল ড্রামায় ছেলে/মেয়েরা যখন প্রেমে পড়ে তখন বাবা-মা পেছন থেকে দাঁড়িয়ে উৎসাহ দেয়- বেস্ট অব লাক/ডু ইওর বেস্ট!! ব্যাপারটা দেখতে অনেক ফানি হলেও আমরা সবাই জানি এটা কতটা আন-রিয়েল। এই ড্রামায় নায়িকার বাবা-মাকে একদম রিয়েলিস্টিক মনে হয়েছে। সত্যিকারের বাবা-মায়েরা তো এমনই হয়, এমনটাই হওয়া উচিত। যেখানে বাঁধা দেয়ার দরকার সেখানে বাঁধা দেবে, যেখানে সাপোর্ট দেয়ার দরকার, সেখানে সাপোর্ট দেবে আর যেখানে মেনে নেয়া দরকার সেখানে মেনে নেবে।
৬। বেশির ভাগ স্কুল ড্রামায় দেখা যায় ক্যারিয়ারের জন্য কিংবা অপরজনের ভালোর জন্য নায়ক/নায়িকা কেউ একজন নিজেকে সেক্রিফাইস করেছে/ভালো কোনো অপরটুনিটি সেক্রিফাইস করেছে। এখানে ড্রামাটা ব্যতিক্রম। অন্য জনকে না জানিয়ে কোনো সেক্রিফাইস নয়, ঝড়-ঝাপটা যাই আসুক না কেন, দুজন মিলে-মিশে সেটা সামাল দেবো টাইপ মনোভাব ছিলো দুজনের মাঝে। অনেকসময় দেখা যায়, এসব সেক্রিফাইসের জন্য রিলেশানে কমিউনিকেশানের ঘাটতি সৃষ্টি হয়, সাময়িক ব্রেকে যায়, এখানে সে ব্যাপারটাও নাই। দুজনের মনোভাবই ছিলো এমন- ১৮ থেকে ৮০ বছর পর্যন্ত বা যে কয়দিন বাঁচি, একসাথেই থাকবো। নো ব্রেকাপ!!!
৭। কিছু কিছু ড্রামায় দেখা যায় সেকেন্ড লীড/থার্ড লীড/শুভাকাঙ্খীরা এসে নায়ক/নায়িকাকে বলে- তুমি ওর যোগ্য না, ওকে ছেড়ে দাও, ওকে আমি অনেক ভালো রাখবো কিংবা নায়ক/নায়িকার বাবা-মা এসে বলে- তোমার সাথে আমার ছেলে/মেয়ে ভালো থাকবে না, যদি সত্যিই ওকে ভালোবেসে থাকো তাহলে ওকে ছেড়ে যাও। তখন তারা ভালোবাসার মানুষটির ভালোর কথা চিন্তা করে সাময়িক ব্রেকাপ করে। কিন্তু এই ড্রামাটা এখানে ব্যতিক্রম। তুমি ভালো থাকো কিংবা খারাপ থাকো- আমার সাথেই থাকবা। তারা দুজনেই এই সিদ্ধান্তে অটল ছিলো সবসময়। নিজেরা নিজেদের কাছে এতটা স্বচ্ছ ছিলো যে তাদের রিলেশানের ব্যাপারে আর কারো কোনো Say আমলে নেয়ার দরকার ছিলো না কারো।
৮। নায়িকাটা সুন্দর। একটু বেশিই সুন্দর। মারাত্মক সুন্দর। তার হাসি কিংবা কান্না কিংবা বিশেষ মূহুর্তের এক্সপ্রেশন- সবই সুন্দর। নায়কের প্রতি তার কেয়ারিং কিংবা বন্ধুদের সাথে তার এটিটিউড সবই সুন্দর। অন্যান্য চাইনিজ স্কুল ড্রামার বোকাচোদা টাইপ, ফ্যাশন সেন্স এবং ক্ষেত্র বিশেষে কমনসেন্সহীন, খাটো চুলা এক ব্যাটারি নায়িকার চেয়ে হাজার গুণ বেশি সুন্দর এই ড্রামার নায়িকাটা!!!
এই ড্রামাটা আমার জন্য একটা ঘোরের মত ছিলো। এত আগ্রহ নিয়ে অনেকদিন কোনো ড্রামা দেখিনি। শুরু থেকে শেষ পর্যন্ত এই আগ্রহ বজায় ছিলো। টেনে টেনে স্কিপ করে দেখা লাগেনি কিছু। প্রতিটা মূহুর্তই ছিল সমান উপভোগ্য। যার কারণে এটাই আমার দেখা সেরা চাইনিজ স্কুল ড্রামা।
আর ড্রামার নেগেটিভ দিকের কথা বলতে গেলে বলব এখানে শুধু মেইন লীড কাপলের দিকেই নজর দেয়া হয়েছে। পুরো ফোকাসটা ছিল তাদের উপর। বাকি কাপল গুলোকে অতটা যত্নে লালন করা হয়নি। একটু তাড়াহুড়ো করেই তাদের কাহিনীগুলো শেষ করা হয়েছে। আমার কাছে এটাই খারাপ লেগেছে শুধু। আরো দুটো এপিসোড বাড়িয়ে তাদেরকে আরো খানিকটা স্ক্রিনটাইম দেয়া যেত। তাহলে মন্দ হতো না ব্যাপারটা। দশে দশ দিতাম তখন, এখন সাড়ে নয় দেবো!!

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
The Light of Life
1 persone hanno trovato utile questa recensione
nov 17, 2022
40 di 40 episodi visti
Completo 0
Generale 8.0
Storia 5.0
Acting/Cast 9.0
Musica 9.0
Valutazione del Rewatch 8.0

It's a good drama about civil rescuing, but kinda lame!!

Light Chaser Rescue, a Non-Government voluntary organization, conducts rescue operations during various calamities. It's a great drama about disaster and civil rescue. The production was great, the cast choice was awesome. All of the production team, including the cast, did an incredible job while making this drama. I had several eye soothing moments while watching this play. I enjoyed it. I rated it 8/10 on mdl. I still have some questions about the plot though.

Let me ask, why a Non-Government voluntary organization, run by some part timer non-professional rescuer, operate on every disaster like traffic accident, fire accident, earthquake incident, mountain rescue, landslide and even from snow-covered mountains? Do China don't have any 'Fire Service & Civil Defense' force? Do they not have any dedicated force for rescue in the time of needs like Army or something? Why are the police and other organizations always asking for help from a voluntary organization instead of dedicated professionals? Even in the last moment, when Dr. Yan gone missing in the Snow Mountain, that happened in a different providence, they asked help from Light Chaser Rescue! I know they had a member in the lost team so they came to get their member. But again, isn't there any other government authority to conduct emergency rescue operations? Why did they have to come from a different providence to rescue their team member? Even when Luo Ben gone missing while rescuing Dr. Yan, on other authorities showed their faces! A voluntary organization of non-professionals from different providence with the help of locals conducting a serious 'Search & Rescue' in other providence, but no other government dedicated force showed up to help them. Isn't it kinda lame?

If it was the case that they were also conducting rescue operations along with other government forces, it would have looked much better. But the way they presented the whole thing to make Light Chaser Rescue the hero, it seems that there is no dedicated government force in China to conduct rescue operations. Or even if the government forces are so lame that everyone always seeks help from a volunteer organization. China's whole civil defense relies on a non-professional volunteer organization run by some part-timer rescuer whom had another full-time job, is that even logical? Isn't it kinda insulting for the country?

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
Our Beloved Summer
1 persone hanno trovato utile questa recensione
feb 5, 2022
16 di 16 episodi visti
Completo 0
Generale 8.5
Storia 8.0
Acting/Cast 8.5
Musica 9.0
Valutazione del Rewatch 8.5

All the reference movies from OBS.

আপনি জানেন কি?
Our Beloved Summer-এর প্রায় প্রতিটা এপিসোডেই কোন না কোন বিখ্যাত বা দর্শকনন্দিত মুভির রেফারেন্স টানা হয়েছে! চলুন একটু চোখ বুলিয়ে নেয়া যাক এই রেফারেন্স মুভিগুলোর উপর!

প্রথম এপিসোডঃ I Know What You Did Last Summer
১৯৯৭ সালের মুভি ক্রাইম/হরর জনরার মুভি I Know What You Did Last Summer। একটা গ্রুপ ট্যুর দিয়ে আসার পথে চার বন্ধু একটা এক্সিডেন্ট করে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পথে তারা পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেয়ার জন্য লাশটা একটা খাদে ফেলে চলে যায়। তারপর অনেকদিন পর সবার জীবনেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যেটার যোগসূত্র পাওয়া যায় সেই এক্সিডেন্টটার সাথে।
ড্রামাতে দেখা যায় ১০ বছর আগে করা একটা ডকুমেন্টারি হঠাৎ ভাইরাল হওয়ায় ৫ বছর আগে ব্রেকাপ করা উং আর ইয়ুন সু-র আবার দেখা হয়।

দ্বিতীয় এপিসোডঃ 1791 Days of Summer
1791 Days of Summer এর রেফারেন্স টানা যায় ২০০৯ সালের রোমান্টিক মুভি 500 Days of Summer এর সাথে। মুভির মূল মেসেজটা ছিল- Your happiness cannot be dependent on another person. মুভিতে দেখা যায় টমের পুরো জীবনটাই সামার কেন্দ্রিক হয়ে যায়। তাই সামার যখন তাকে ছেড়ে চলে যায় তখন টম নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে।
ড্রামায় দেখা যায় ইয়ুন সু চলে যাবার পর উং-এর জীবনটা কিভাবে তছনছ হয়ে যায়!

তৃতীয় এপিসোডঃ 10 Things I Hate About You
১৯৯৯ সালের টিন কমেডি মুভি 10 Things I Hate About You, যেখানে ম্যালা কাহিনী শেষে কেট তার ক্রাশ প্যাট্রিকরে জানায় যে আমি তোমারে অনেক ঘৃণা করি, কিন্তু তারপরেও তোমারে ভালোবাসি!
ড্রামাতে উং ও ১০ টা কারণ খুঁজে বের করে কেন যে ইয়ুন সু-রে ঘৃণা করে, কিন্তু তারপরেও ভালোবাসে!

চতুর্থ এপিসোডঃ The Boy, or the Girl, We Liked Then
জাপানি মাঙ্গা Na Xie Nian, Wo Men Yi Qi Zhui De Nu Hai by Giddens Ko অবলম্বনে তৈরি তাইওয়ানীজ মুভি You Are The Apple Of My Eyes (2011) মুভির রেফারেন্স দেয়া হয়েছে এই এপিসোডে যেখানে দেখা যায় ক্লাসের সবচাইতে বোকাসোকা ছেলেটা সবচাইতে মেধাবী মেয়েটার প্রেমে পড়ে।
ড্রামাতেও তাই। সবচেয়ে সিরিয়াস মেয়েটা সবচেয়ে খামখেয়ালী ছেলেটার প্রেমে পড়ে।

পঞ্চম এপিসোডঃ A Secret That Can’t Be Told
২০০৭ সালের তাইওয়ানীজ মুভি Secret (অথবা A Secret That Can’t Be Told)-এর রেফারেন্স টানা হয়েছে এই এপিসোডে। সেখানে অসম্ভব এক প্রেম কাহিনী দেখা যায় যেখানে নায়ক এক মিস্ট্রি গার্লের প্রেমে পড়ে কিন্তু যার কথা কাউকে বলতে পারেনা।
জি-উং তার বন্ধুর প্রেমিকার প্রেমে পড়ে, কিন্তু বন্ধুত্বের কথা ভেবে সব চেপে যাবার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, এই মুভিটি কোরিয়াতেও রিমেকের কাজ চলছে যেখানে নায়কের ভূমিকায় EXO-র D.O. কে দেখা যাবে

ষষ্ঠ এপিসোডঃ Pride and Prejudice
Jane Austen এর বিখ্যাত উপন্যাস Pride and Prejudice যেটা শত শত ভাষায় অনুদিত হয়েছে, মুভিও তৈরি হয়েছে বেশ কয়েকটা যেখানে দেখা যায় সমাজের দুই স্তরের বাসিন্দা দুই নর-নারী একে অন্যের প্রেমে পড়ে কিন্তু সামাজিক বিধি-নিষেধের বেড়া ভেঙ্গে তাদের আর এক হওয়া হয় না।
ইয়ুন সু-ও ঠিক একই কারণে উং-কে ছেড়ে যায়, কারণ তারা দুইটি আলাদা স্তরে বিলং করে।

সপ্তম এপিসোডঃ Catch Me If You Can
Leonardo Di Caprio আর Tom Hanks এর বিখ্যাত মুভি Catch Me If You Can (২০০২) দেখেননি এমন মানুষ মনে হয় খুব বেশি খুঁজে পাওয়া যাবেনা! পুরো মুভি জুড়ে চোর-পুলিশের খেলা চলে, কিন্তু কেউ কাউকে ধরতে পারেনা।
উং আর ইয়ুন সু প্রায় কনফেস করেই ফেলে যে তারা এখনো একে অন্যকে ভুলতে পারেনি। তারপর এমব্রারাসমেন্ট এড়াতে দুজনেই শ্যুটিং ছেড়ে পালায়!

অষ্টম এপিসোডঃ Before Sunset
বিখ্যাত Before ট্রিলজির দ্বিতীয় কিস্তি Before Sunset (২০০৪) যেখানে অনিচ্ছ্বা সত্ত্বেও একটা ট্রিপে গিয়ে জেসি আবার সিলেনের দেখা পায়। পুরান প্রেম জোড়া লাগে।
উং আর ইয়ুন-সু দুজনকেই কিডন্যাপ করে একটা ট্রিপে নিয়ে আসা হয় যেখানে তারা তাদের আগের ট্রিপের স্মৃতি রোমন্থন করে।

নবম এপিসোডঃ Just Friends
একশান কমেডি কিং Ryan Reynolds এর ২০০৫ সালের মুভি Just Friends এর রেফারেন্স টানা হয়েছে এই এপিসোডে। মুভিতে দেখা যায় স্কুল লাইফে জেইমি ক্রিসকে ফ্রেন্ডজোনড করে রাখে কারণ দেখতে সে খুব একটা সুবিধের ছিল না। দশ বছর পর আবার যখন তাদের দেখা হয় তখন তারা বুঝতে পারে যে তারা একে অন্যের প্রেমে পড়েছে!
উং আর ইয়ুন-সু সব ভুলে বন্ধু হবার সিদ্ধান্ত নেয়! জাস্ট ফ্রেন্ডস!!

দশম এপিসোডঃ Hello, My Soul Mate
২০১৬ সালের চাইনিজ মুভি Soulmate এর রেফারেন্স দেয়া হয়েছে এই ড্রামায়। উল্লেখ্য এই মুভিটা কোরিয়াতেও রিমেকের কাজ চলছে Hello My Soulmate নামে, যেখানে মেইন লিডে অভিনয় করেছে KIm Da-mi। জ্বি, Our Beloved Summer এবং Itaewon Class এর নায়িকা কিম দা-মি! দুই বান্ধবীর লাইফ-লাস্টিং বন্ধুত্বের গল্প বলা হয়েছে মুভিতে।
চৈ উং আর জি উং-এর বন্ধুত্বের গল্প বলা হয়েছে ড্রামায়। উং এর সাথে NJ কে দেখে ইয়ুন সু-র জ্বলে, খুব জ্বলে!!

একাদশ এপিসোডঃ Our Nights Are More Beautiful Than Your Days
১৯৮৯ সালের ফ্রেঞ্চ মুভি My Nights Are More Beautiful Than Your Days এর রেফারেন্স দেয়া হয়েছে এই এপিসোডে যেখানে ফিজিক্যালি ডিজেবলড নায়কের সাথে মেন্টালি সিক নায়িকার অসম্ভব ভালোবাসার গল্প বলা হয়েছে।
উং আর ইয়ুন সু আবার এক হয়। উং তার আজীবন গোপন রাখা কষ্টের কথা ইয়ুন সু-কে বলে। ইয়ুন সু দুহাত বাড়িয়ে উং-কে বুকে জড়িয়ে নেয়।

দ্বাদশ এপিসোডঃ Begin Again
Begain Again (২০১৩) মুভিতে বয়ফ্রেন্ড ডিচ করার পর মানসিক ভাবে ভেঙ্গে পড়া তরুণ গায়িকার সাথে এক মিউজিক প্রডিউসারের দেখা হয়। তারা সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করে।
উং আর ইয়ুন-সু আবার নতুন করে ডেট শুরু করে। একেবারে প্রথম থেকে!

ত্রয়োদশ এপিসোডঃ Love Actually
২০০৩ সালের বিখ্যাত মুভি Love Actually-র রেফারেন্স দেয়া হয়েছে এই এপিসোডে। বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন প্রেম আর বন্ধুত্বের গল্প দেখানো হয় এই মুভিতে।
ইয়ুন সু তার কলিগের কাছ থেকে ডেটিং এডভাইস নিয়ে উদ্ভট আচরণ শুরু করে উং এর সাথে। এইদিকে এসিস্ট্যান্ড ডিরেক্টর Chae Ran লাভ একচুয়েলি মুভির রেফারেন্স দিয়ে জি উং-কে জিজ্ঞাসা করে- What’s your ending?

চতুর্দশ এপিসোডঃ Life Is Beautiful
Life Is Beautiful (১৯৯৭) সালের এই ক্লাসিক দেখেনি এমন কি কাউকে এখনো পাওয়া যাবে? অপ্রাপ্তির যন্ত্রণাকে কিভাবে প্রাপ্তির আনন্দ বানাতে হয় সেই গল্পই বলা হয়েছে এই মুভিতে।
সব ঠিকঠাক চলছে উং আর ইয়ুন সু-র ভেতরে। জি উং আর এনজে ও নিজেদের সামলে নিয়েছে। সল-ই তার নতুন রোমান্সের খোঁজ পেয়েছে। লাইফ ইজ বিউটিফুল!

পঞ্চদশ এপিসোডঃ Three Idiots
আমির, সারমান আর মাধবনের ২০০৯ সালের হিন্দি মুভি 3 Idiots এর রেফারেন্স টানা হয়েছে এই এপিসোডে। তিন বন্ধুর বন্ধুত্বের, স্ট্রাগলের, সফলতার আর ভালোবাসার গল্প বলা হয়েছে এই মুভিতে।
উং, ইয়ুন সু আর জি উং এর একান্তই নিজেদের গল্পগুলো বলা হয়েছে ড্রামায়। ইয়ুন সু অবশেষে তার সব দ্বিধা ঝেড়ে উং এর কাছে আত্ম-সমর্পণ করার সিদ্ধান্ত নেয়। উং-ও তার খাম খেয়ালির জীবন ছেড়ে সিরিয়াস হবার সিদ্ধান্ত নেয়।

ষোড়শ এপিসোডঃ Our Beloved Summer
অন্য কোন মুভি/ড্রামা নয়, এই ড্রামারই রেফারেন্স টানা হয়েছে। A life without love is like a year without summer. দিন শেষে সবাই ভালোবাসা খুঁজে পেয়েছে, জীবনের মানে খুঁজে পেয়েছে। জীবনে বসন্ত এসেছে। ওহ না, গ্রীষ্মের উষ্ণতা এসেছে!!

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
Move to Heaven
1 persone hanno trovato utile questa recensione
mag 30, 2021
10 di 10 episodi visti
Completo 0
Generale 9.5
Storia 9.5
Acting/Cast 9.5
Musica 9.5
Valutazione del Rewatch 10

A very heart-touching drama with a unique plot-line.

Move To Heaven একটা প্রফেশনাল ট্রামা ক্লিনিং অরগানাইজেশান। ‘ট্রামা ক্লিনিং’ টার্মটা কিভাবে বোঝাই……… খুব বিচ্ছিরি একটা উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে! আমাদের দেশে করোনা সংক্রমণের শুরুর দিকে একদল স্বার্থপর মানুষের দেখা মিলেছিলো- তাদের বৃদ্ধ মা-বাবা কিংবা আত্মীয় স্বজন কেউ মারা গেলে তারা লাশ রেখে পালিয়ে যেত, লাশ ধরতে অস্বীকৃতি জানাতো। তখন আবার আরেকদল স্বেচ্ছাসেবক দলের দেখাও মিলেছিলো যারা নিজ উদ্যোগে এসব লাশ যথাযোগ্য মর্যাদায় দাফন করতে আসতো। Move To Heaven নামের প্রতিষ্ঠানটাকে আমরা এসব স্বেচ্ছাসেবক দলের সাথে তুলনা করতে পারি, কিন্তু তারা কাজটা প্রফেশনালি করে। তবে পার্থক্য হচ্ছে তারা মৃতদেহ সৎকার করে না, মৃতজনের ব্যবহৃত জিনিসপত্রাদি যা তাদের প্রিয়জনদের প্রয়োজন নেই বা যেসব জিনিসপত্র থেকে গেলে সেগুলোর স্মৃতি মনে করে প্রিয়জনরা কষ্ট পেতে পারে তারা সেগুলোর সৎকার করে। সহজ ভাষায় বলতে গেলে, পৃথিবীর বুক থেকে মৃতজনের সর্বশেষ স্মৃতিটুকু সরিয়ে নেয়ার কাজটাই Move To Heaven করে থাকে, যাতে জীবিতরা সব ভুলে আবার নতুন করে বাঁচতে পারে। এটাই ট্রামা ক্লিনিং।
আমাদের গল্পের নায়ক Han Geu Ru আর তার বাবা Han Jung Woo মিলে এই Move To Heaven নামক প্রতিষ্ঠান চালায়। তাদের কাজ ট্রামা ক্লিনিং হলেও তারা সবসময় চেষ্টা করে মৃতজনের অন্তিম চাওয়াটা পূরণ করতে। এটা মৃত জনের প্রতি তাদের সম্মান প্রদর্শনের নিদর্শন। এভাবেই চলছিলো সব ঠিকঠাক। কিন্তু একদিন সব এলোমেলো হয়ে গেলো।
নায়ক Han Geu Ru ২০ বছরের তরুণ হলেও সে কিছুটা মেন্টালি চ্যালেঞ্জড, মানে অটিস্টিক আরকি। বাবাই ছিল তার দুনিয়া। কিন্তু একদিন তার বাবা হুট করেই মারা গেলো। অথৈ সাগরে পড়ল Geu Ru। এমন সময় দরজায় কড়া নাড়ল জেল ফেরত এক আগুন্তক, So Sang Gu। সম্পর্কে সে Geu Ru-এর সৎ চাচা, যার কথা Geu Ru জীবনেও কোনদিন শুনে নি। কিন্তু তার আর কোন আত্মীয় স্বজন না থাকায় সে-ই এখন তার লিগ্যাল গার্ডিয়ান।
পুরো পরিস্থিতিটা নিয়ে মোটেও খুশি নয় Yoon Na Mu, সে Geu Ru-র প্রতিবেশি, চাইন্ডহুড ফ্রেন্ড এবং তার প্রতি খানিকটা ক্রাশিতও! Sang Gu কে মোটেও পছন্দ হলো না তার। চেহারায় কেমন যেন গুন্ডা গুন্ডা ভাব, সারাদিন শুধু সিগারেট খায়। Gue Ru-র গার্ডিয়ানশিপ এমন একটা লোকের কাছে যাওয়ায় মোটেও খুশি হতে পারলো না Na Mu। তাই সে সিদ্ধান্ত নিল এখন থেকে সেও Move To Heaven এ কাজ শুরু করবে। আর গোপনে Sang Gu-র প্রতি নজর রাখবে যাতে সে কোন ভাবেই যেন Geu Ru-র কোন ক্ষতি করতে না পারে।
আর Geu Ru-র গার্ডিয়ানশিপ নেয়ার ব্যাপারে চাচা Sang Gu-র উদ্দেশ্যও খুব একটা ভালো ছিলো না। তার সৎ ভাই মানে Geu Ru-র বাবার প্রতি তার অনেক ক্ষোভ ছিলো। তাই সে এখানে গার্ডিয়ান হিসাবে আসলেও তার মূল উদ্দেশ্য হচ্ছে Geu Ru-র সব সম্পত্তি বাগিয়ে নেয়া। কিন্তু উইলের শর্তানুযায়ী গার্ডিয়ানশিপ পাওয়ার জন্য তাকে তিন মাস Geu Ru-র সাথে Move To Heaven এর কার্যক্রম চালাতে হবে। এরপরেই সে স্থায়ীভাবে গার্ডিয়ান হিসাবে মনোনীত হবে।
এভাবেই এই তিন জনকে নিয়ে শুরু হলো Move To Heaven এর নতুন যাত্রা। এই যাত্রা কখনো আপনাকে হাসাবে, কখনো কাঁদাবে আর কখনো বা আবেগে ভাসাবে। কিন্তু এক মূহুর্তের জন্যেও বিরক্ত হতে দেবে না।
৪৫ মিনিট করে প্রতি এপিসোড, ১০ এপিসোডের নেটফ্লিক্স অরিজিনাল মিনি সিরিজ। প্রচন্ড ইমোশনাল একটা ড্রামা। হ্যাপি আর স্যাড এন্ডিং বলে এখানে কিছু নেই, ঘটনার নিত্য প্রবাহ আছে। প্রতিদিনই নতুন কোন গল্পের জন্ম, পুরোনো কোনো গল্পের শেষ। যারা ফ্যামিলি বা লাইফ জনরা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ এই সিরিজ।

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
Itaewon Class
1 persone hanno trovato utile questa recensione
gen 23, 2021
16 di 16 episodi visti
Completo 0
Generale 9.5
Storia 9.0
Acting/Cast 9.0
Musica 10
Valutazione del Rewatch 10

He’s not just a mediocre man, I will turn him into something amazing - Jo Yi Seo

নতুন স্কুলে বদলি হওয়ার প্রথম দিনই দূর্বল এক স্টুডেন্ট এর উপর অন্য আরেক স্টুডেন্ট এর অত্যাচার মেনে নিতে না পেরে তাকে আঘাত করে বসে কঠোর নীতিবান ছেলে Park Sae Ro Yi. সেই আঘাত এর প্রতিশোধ নিতে হাজির হয় সেই ছেলের বাবা Jang Dae Hee, যে কিনা কোরিয়ার সবচেয়ে বড় ফুড কর্পোরেশন Jangga এর মালিক। চেয়ারম্যান Jang Dae Hee, সে-রোয়ি কে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বলে তার কাছে, না হলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। নীতির সাথে কখনো আপোষ না করা ছেলেটা কোনো ভাবেই রাজি হয় না বিনা কারণে ক্ষমা চাইতে। যার দরুন চাকরি হারাতে হয় তার বাবাকে এবং স্কুল থেকে বহিষ্কার হয় সে।
কোনোরকম আশাহত না হয়ে বাবা ছেলে সিদ্ধান্ত নেয় ছোট্ট একটি রেস্টুরেন্ট খোলার। সবকিছু ওলোট পালোট হয়ে যায় যখন সে-রোয়ির বাবা হুট করে একটা এক্সিডেন্ট এ মারা যায়। এবং জানা যায় এরজন্য সেই চেয়ারম্যান Jang dae Hee এর ছেলে দায়ী।রাগে, দুঃখে, হতাশায় সেই ছেলে কে মারতে গেলে পুলিশ তাকে Attempt To murder এর কেসে জড়িয়ে ফেলে এবং ৩ বছরের জন্য শাস্তি হয় তার।
এপিজে আব্দুল কালাম এর একটা কথা আছে "স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো,স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না।" এই ড্রামার জন্য,বিশেষ করে সে-রোয়ির কাছে স্বপ্ন তাই ছিলো যা তাকে ঘুমাতে দেয় নি। মানুষ চাইলে কি না পারে! দরকার শুধু ইচ্ছাশক্তির। ইচ্ছা আর স্বপ্ন থাকলে কোনো কিছুই যে অসম্ভব না তার জ্বলন্ত প্রমাণ Park Sae Ro Yi এর চরিত্র। যতই বাঁধা আসুক সামনে, সব কিছু উপেক্ষা করে এগিয়ে যেতে এটাই এই ড্রামার মূল বক্তব্য।

চরিত্র বিশ্লেষণ:
Park Sae Ro Yi: বাঁটিছাট চুলের অসম্ভব নীতিবান ছেলেটা এমনিতে খুব চুপচাপ ইন্ট্রোভার্ট হলেও স্বপ্ন দেখায় বিশ্বাসী সে।দূরদৃষ্টি, বিচক্ষণতা, পরোপকারীতা তার চরিত্রের অন্যতম ভালো গুণ।
আমার কাছে সম্ভবত পার্ক সে জুনের সবচেয়ে ভালো একটা ড্রামা এখন পর্যন্ত। তেমন কোনো গ্ল্যামারাস লুকে না এসেও কিভাবে শুধু এক্সপ্রেশন আর অভিনয় দিয়ে তাক লাগিয়ে দেয়া যায় তার সবচেয়ে বড় উদাহরণ হয়ত এইড্রামা টা!
Jo Yi Seo: এই চরিত্র টা একদম ই অন্য রকম। কম বয়সী, তুখোড় বুদ্ধিমতী, সোশ্যাল মিডিয়া স্টার আর একি সাথে রুড, স্যাভেজ। প্রথম দেখায় বয়সে এত বড় একজন কে পছন্দ করে ফেলা আর তারপর তার সাথেই থাকার সিদ্ধান্ত নেয়া আপাতদৃষ্টিতে হাসির বিষয় হলেও সে কিন্তু সফল হয়ে দেখিয়েছে।

এই ড্রামায় আমার সবচেয়ে পছন্দের একটা ডায়লগ হচ্ছে Yi seo যখন বলে- I Have To Be Someone Who He Needs. মানে সত্যিই তো! আমরা কেনো সবসময়ই ভাবি যে আমার জন্য সে-ই সব কিছু করবে। সে-ই আমার স্বপ্ন পূরণ করবে। অথচ এমন স্বার্থপরের মতো চিন্তা না করে এমন টা হয় না যে আমি সেরকম একজন হবো যখন তার প্রয়োজনে সে আমাকে পাবে, দুজনে মিলে দুজনের স্বপ্ন পূরণ করবো, তার স্বপ্ন আমারও স্বপ্ন হবে। আমার কাছে মনে হয়, যখন একটা সম্পর্কে এই মনোভাব থাকে সেই সম্পর্ক পরিণতি পেতে বাধ্য!
এই ড্রামার বেশির ভাগ OST সুন্দর। Gaho এর Start Over টা শুনলেই মনে হতো- হ্যাঁ হয়তো আসলেই সব নতুন করে আবার শুরু করা যায়। পুরোনো সব ভুলে নতুন ভাবে একটা দিন সাজানো যায়।

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
If You're Well It's A Fine Day
0 persone hanno trovato utile questa recensione
ago 23, 2021
45 di 45 episodi visti
Completo 0
Generale 7.5
Storia 8.0
Acting/Cast 8.0
Musica 7.0
Valutazione del Rewatch 6.5

A package of Mature Romance, Good Understanding and Ambitious Career.

One of the best dramas about Fashion Designing and the Clothing Industry. Much better than the 'Love Designer'.
The romance between the two main leads is very mature. I mean not lovey-dovey type, but mature and sweet. They both understand themselves and each other very clearly. They are not ready to sacrifice their love or career for each other's sake or anyone's sake. They are not confused about what they want. It's an eye-soothing mature romance drama.
Second Male Lead and Second Female Lead, both are the same amount annoying! Fortunately, they don't have much effect on Main Leads' romance. But the second lead couple is very cute. They are the lovey-dovey couple in this drama. Their sweet romance makes this drama very enjoyable.

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
Into The Ring
0 persone hanno trovato utile questa recensione
ago 16, 2021
32 di 32 episodi visti
Completo 0
Generale 8.0
Storia 9.0
Acting/Cast 8.0
Musica 7.5
Valutazione del Rewatch 7.5

Great combination of Political Satire and Rom-Com.

নায়িকা প্রচুর সৎ! প্রচুর নীতিবান। এতই সৎ আর নীতিবান যে তার জ্বালায় কেউ শান্তিতে একটু অপকর্মও করতে পারে না! যেখানে অন্যায় দেখবে, সেখানেই নাক গলাবে, প্রতিবাদ করবে, সিভিল সার্ভিস অফিসে কমপ্লেইন করবে। এজন্য তার নামই হয়ে গেছে ‘কুইন অব সিভিল কমপ্লেইন’! এরজন্য প্রচুর ভুগতেও হয় তাকে। গ্রাজুয়েশানের পর থেকে এখন পর্যন্ত ১০ বার চাকরি গেছে তার। সোশ্যাল গাদারিং-এ কেউ তারে পাত্তা দেয় না। এমনকি ৯ বছর ধরে প্রেম করা বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকাপ হয়ে যায় তার। চাকরি, প্রেম সব হারিয়ে সে এখন বেকার, পথে পথে ঘুরে আর পার্ট টাইম জব খুঁজে!! 🤣🤣
নায়ক পঞ্চম গ্রেডের সিভিল সার্ভিস অফিসার। অর্থ মন্ত্রণালয়ের প্লানিং এন্ড বাজেট সেকশনে কাজ করত। কিন্তু প্রচুর ঘাড়ত্যাড়া। সিনিয়রের সাথে বেয়াদবি করায় তার ডিমোশনাল বদলি হয় সিভিল কমপ্লেইন অফিসে। এখানে তার কাজ হচ্ছে কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভের মত। লোকজন ইমেইলে কমপ্লেইন করবে, সে তাদেরকে কমপ্লেইনের উত্তর দিবে, হালনাগাদ তথ্য জানাবে।
নতুন অফিসে নায়কের জীবনে একটাই বিষফোঁড়া- কুইন অব সিভিল কমপ্লেইন!! তার দিন কাটে, রাত কাটে নায়িকার করা নানা অভিযোগের জবাব দিতে দিতে। সে টাইমলি বাসায় যেতে পারে না, খেতে পারে না, ঘুমাতে পারে না। এরই মাঝে নায়িকা একদিন নায়কের অফিসে ফ্রিল্যান্সের হিসাবে পার্ট টাইম জব খুঁজতে আসে। আর নায়ক সাথে সাথে তাকে হায়ার করে নেয়! তার উদ্দেশ্য ছিলো সিম্পল। নায়িকা বেকার বলেই দিন রাত এত কমপ্লেইন করার টাইম পায়। এখন যদি চাকরি-বাকরি কিছু একটা করে তাহলে এত কমপ্লেইন জানানোর টাইম পাবে না! সো, ইউ আর হায়ারড!! 😅😅
কমপ্লেইন আসা তো বন্ধ হলো। কিন্তু এতদিন ধরে যে নায়করে জ্বালাইছে, এটার শোধ তোলা লাগবে না? নায়ক কারণে অকারণে নায়িকারে খোঁচায়, হুদাই প্যারা দেয়। তাও নায়িকা সব মুখ বুঝে সহ্য করে নেয়। কারণ চাকরির বাজারে আগুন। কিছু করার নাই! তাও শেষ রক্ষা হয় না। ডিস্ট্রিক রিপ্রেজেন্টরদের (আমাদের দেশের হিসাবে ধরেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আরকি) একটা বিলের বিরোধিতা করতে গিয়ে আবারও চাকরি হারায় সে। রেগে-মেগে সে ডিসিশান নেয়- বহুত হইছে! আর করমু না চাকরি! রাজনীতি করমু এইবার! ভোটে দাঁড়ামু, নির্বাচন করমু! তারপর জনগণের ট্যাক্সের টাকায় আরামসে বেতন গুনমু! গেস হোয়াট, ভোটে জিতেও যায় সে!!! 🤣🤣
প্লট টুইস্ট ১- নায়কের আবারও ডিমোশনাল ট্রান্সফার হয়। এখন সে ডিস্ট্রিক রিপ্রেজেন্টরদের অফিসের সেক্রেটারি! মানে নায়িকা এখন তার বস! তাদের মিটিং চলার সময় নায়ক চা-নাস্তা দিয়ে আসে! তাদের খাওয়ার পরে বসে বসে কাপ-পিরিস ধোয়! মিটিং-এর এজেন্ডা প্রিন্ট করে। মানে বস থেকে কর্মচারী হয়ে গেছে আরকি!! 😂😂
প্লট টুইস্ট ২- নায়িকার ভোটে দাঁড়ানোর পিছনে একটাই উদ্দেশ্য ছিল- মাস শেষে নিশ্চিত বেতন। কিন্তু ওদের ডিস্ট্রিক কিছুটা আর্থিক সমস্যায় পড়ায় সব রিপ্রেজেন্টেটর মিলে ডিসিশান নেয়- এইবার তারা কেউ কোন বেতন নিবে না। নায়িকার আপত্তি কেউ কানেও তোলে না! ফলাফল- নায়িকা এখন ডিস্ট্রিক রিপ্রেজেন্টের, কিন্তু তার কোন ইনকাম নাই! সারাদিন সিটি কাউন্সিলে কামলা খাটার পর পেট চালানোর জন্য রাতের বেলায় আবার ডেলিভারিম্যানের চাকরি করা লাগে তার!!! 😂😂
প্লট টুইস্ট ৩- টোটাল রিপ্রেজেন্টেটর ১৩ জন। টোটাল রাজনৈতিক দল ২টা। দুই পার্টিরই ৬ জন করে মেম্বার। নায়িকা জিতছে স্বতন্ত্র পার্টি হিসাবে। সে একা, ফলে তারে কেউ গোণে না। তার কথার কেউ দাম দেয় না। তারে কেউ কথা বলার সুযোগ দেয় না। তাও সব মাইনা নেয়া যাইত। কিন্তু তারে কেউ বেতনও দেয় না। এত শখ করে ভোটে দাঁড়াইয়া নির্বাচন জিতছে, কিন্তু তার অবস্থা এখন- ছেড়ে দে মা কাইন্দা বাঁচি!! 🤣🤣
এতক্ষণ যা বললাম তা শুধু প্রথম ৪ এপিসোডের কাহিনী। এরপর বাকি ১৬ এপিসোড পর্যন্ত নায়িকার স্ট্রাগল, নায়কের সাথে তার খুনসুটি, ধীরে ধীরে তাদের কাছাকাছি আসা, প্রেমে পড়া, তাদের দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প আর প্রচুর প্রচুর পলিটিক্স! পুরো ড্রামা জুড়ে একটা জিনিসই অনুভব করবেন- রাজনীতিতে ভালো মানুষের কোনো দাম নাই, চিরকাল বন্ধু বা চিরকাল শত্রু বলে কোন টার্ম নাই, সবাই নিজ স্বার্থ হাসিলে ব্যস্ত। অন্যান্য হ্যাপি এন্ডিং-এর ড্রামা শেষ হয় নায়ক-নায়িকার বিয়ে দিয়ে। কিন্তু এই ড্রামা শেষ হয় নায়িকার শপথ নেয়া দিয়ে- আর জীবনেও পলিটিক্সে জড়াবো না!
আগে কোথাও কখনো এই ড্রামার কোন রিভিউ পড়ি নি। ড্রামা শুরু করার সময় তেমন কোন এক্সপেক্টেশানও ছিল না। কিন্তু শেষ করলাম চমৎকার একটা স্যাটিসফেকশন নিয়ে। হাতে সময় থাকলে দেখতে পারেন। নেটফ্লিক্সে পাবেন। অথবা ড্রামাকুল কিংবা কিসএশিয়ানে। জনরা- পলিটিক্যাল স্যাটায়ার কিংবা রোমান্টিক কমেডি। অথবা এগুলোর মিশেলে কিছু একটা।

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
The Rational Life
0 persone hanno trovato utile questa recensione
lug 5, 2021
35 di 35 episodi visti
Completo 4
Generale 9.0
Storia 9.0
Acting/Cast 9.5
Musica 8.0
Valutazione del Rewatch 8.5

Unexpected Gem!!! Don't miss it.

কয়েক দিন আগের কথা, নেটফ্লিক্সে ঢুকতেই সাজেশনে এলো The Rational Life ড্রামাটা। নেটফ্লিক্সের সাজেশন সাধারণত আমি ফলো করি না। তারপরেও কি মনে করে যেন প্লে করলাম ড্রামাটা। তবে প্রথম এপিসোড না, এপিসোড নাম্বার ৩৫, সর্বশেষ এপিসোড। টার্গেটটা ছিলো এমন যে যদি ফিনিশিং ভাল্লাগে তাইলে পুরাটা দেখবো, নতুবা বাদ! ৩৫ নাম্বার এপিসোড প্লে করতেই একটা কাপলের লাইফ সম্পর্কে সিরিয়াস কথাবার্তা, জেনারেশন গ্যাপ সম্পর্কে তাদের বাবা-মাকে বোঝানো- আগের জেনারেশন কি চাইতো আর আমাদের বর্তমান জেনারেশন কি চায়, তারপর স্ট্রাগল শেষে নায়কের সফলতা আর হ্যাপি এন্ডিং দেখে বুঝলাম যে কিছুই বুঝি নাই আসলে! আরো কিছু এপিসোড দেখা লাগবে। তবে একটা বিষয়ে নিশ্চিত ছিলাম যে হ্যাপি এন্ডিং ড্রামা মানেই এটা আমার টাইপের ড্রামা!! তারপর ৩০ থেকে ৩৪ নাম্বার এপিসোড দেখলাম, মজা লাগলো। এরপর ২৫ থেকে ২৯ নাম্বার এপিসোড দেখলাম, আরো মজা লাগলো এবং মনে হলো যে এভাবে দেখাটা আসলে উচিত হচ্ছে না! তাই এবার ১ থেকে ২৪ নাম্বার এপিসোড এবং ইউটিউবে সাব ছাড়া ৩ টা এক্সটেন্ডেড এপিসোড দেখে ড্রামা শেষ করলাম! অড না ব্যাপারটা? হ্যাঁ, আমিও জীবনে প্রথম এইভাবে কোন ড্রামা দেখলাম!!
ড্রামাটা আমার কেমন লেগেছে - যদি এই প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে বলবো, খুব বেশি প্যাঁচ-গোছ নাই এবং হ্যাপি এন্ডিং ড্রামা মানেই আমার টাইপের ড্রামা। এই ধরণের যে কোন কিছুই আমার ভাল্লাগে। আর ড্রামাটা আপনারা দেখবেন কিনা - যদি এই প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে আমাকে বেশ কয়েকটা পয়েন্টে কথা বলতে হবে! পড়ার ধৈর্য আছে তো? চলুন তাহলে শুরু করি!
১/ আপনার যদি রিয়েলিস্টিক রিলেশানশীপ টাইপের ড্রামা ভালো লাগে তবে এই ড্রামা আপনার অবশ্যই ভালো লাগবে। রিয়েলিস্টিক রিলেশানশীপ বলতে আমি শুধু নায়ক-নায়িকার সম্পর্কের ব্যাপারটা বুঝাই নি। এখানে বস-কর্মচারীর সম্পর্ক, অফিস পলিটিক্স, বন্ধুত্ব, মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক, জেনারেশান গ্যাপের সাথে সাথে ধ্যান-ধারণা, মূল্যবোধ-মতবাদের পার্থক্য, সামাজিক বিধি নিষেধ সবকিছুই এর অন্তর্ভুক্ত। পুরো ড্রামা জুড়ে নায়িকার বেশ কয়েকজন প্রেমিক/প্রাণিপ্রার্থীর দেখা পাবেন, এটা কিছুটা এনয়িং মনে হতে পারে শুরুতে। কিন্তু আপনি যদি তার অবস্থান থেকে বিবেচনা করেন তাহলে সেটাকে আর খুব একটা বিরক্তিকর লাগবে না। তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য জান দিয়ে দেবো টাইপের রোমান্স নেই এখানে। সবই একদম রিয়েলিস্টিক। মেইন সেকেন্ড লিডকে এরোগেন্ট আর ওভার-কনফিডেন্ট মনে হবে আপনার খানিকটা। কিন্তু তাকেও জাজ করার আগে তার পজিশনটা দেখে নিতে হবে আপনাকে। তখন মনে হবে- না, ঠিকই আছে, সে এমনটা না হলেই বরং বেমানান হতো!
২/ স্ট্রং, ম্যাচিউরড ফিমেল লিড আর সুপার সাপোর্টিভ, কেয়ারিং মেইল লিড যদি আপনার পছন্দ হয়, তবে এই ড্রামা মিস দেয়াটা উচিত হবে না আপনার।
৩/ দুই মেইন লিডের বয়সের পার্থক্য অনেক বেশি, প্রায় ১২ বছর। কিন্তু রিলেশানশীপের মাঝে কোন ডমিনেশান দেখবেন না আপনি। দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা বেশ জোস। দুজনই দুজনকে বেশ ভালো বুঝে। যদি ম্যাচিউর রিলেশান বেইজড ড্রামার ভক্ত হন, তবে এই ড্রামা আমি অবশ্যই সাজেস্ট করবো।
৪/ ‘লাভ এট ফার্স্ট সাইট’ জাতীয় জিনিস দেখে দেখে যদি বিরক্ত হয়ে যান তবে আপনার জন্যই এই ড্রামা। এই ড্রামা দেখতে বসলে বুঝতে পারবেন কিভাবে ধীরে ধীরে একটা মানুষের প্রতি অন্য একটা মানুষের এফেকশান গ্রো করে। এবং একটা সময় আপনি নিজেই ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলবেন- জাস্ট কিস নাআআআ…!!!
৫/ থার্ড পার্টির কারণে ব্রেকাপ, মিস-আন্ডারেস্ট্যান্ডিং, ফিলিংস নিয়ে কনফিউশন, জাজমেন্টাল আর কাওয়ার্ড ফিমেল লিড, উপরে কোল্ড আর এরোগেন্ট কিন্তু ভিতরে কেয়ারিং মেইল লিড - এসব দেখতে দেখতে যদি বিরক্ত হয়ে যান এবং এসবের বাইরে কিছু খোঁজেন তবে আপনার জন্যই এই ড্রামা। এখানে এই জাতীয় কোন ফেইক ইমোশন নেই।
সর্বোপরি আমার সাজেশান থাকবে, আপনি যদি ফ্রেন্ডশীপ, রোমান্স সমৃদ্ধ রিয়েলিস্টিক কোন লাইট ড্রামা খুঁজেন তাহলে এক্ষুণি বসে যান The Rational Life নিয়ে। তবে ড্রামায় প্রচুর কিস সিন আর বেড সিন খুঁজলে খানিকটা হতাশ হতে হবে! এখানে ঐসব তেমন নেই!
ড্রামায় আমার সবচেয়ে ফেভারিট সিন হচ্ছে নায়ক যখন নায়িকার মা-কে তাদের রিলেশানের ব্যাপারে কনভিন্স করানোর জন্য বলে- "You've never asked me why I like her. I like her because of how special she is. Her ability and strength, everyone can see that side of her. But her cuteness and softness, only I can see that." উফ! চোখে পানি এনে দেয়া সিন!
অফটপিকঃ ড্রামায় নায়িকার বয়স ৩৪, আর নায়কের ২২। নায়কের বয়স বাস্তবেও ২২ কিন্তু নায়িকার বয়স বাস্তবে ৪২!!! বিশাল টাশকি খাইছি এটা দেখে! ৪২ বছরেও নায়িকারে এত কিউট লাগে যে ৩০+ ও মনে হয় না!!!

Leggi di Più

Questa recensione ti è stata utile?
Completo
Mr. Perfect and Miss Almost
0 persone hanno trovato utile questa recensione
apr 28, 2021
24 di 24 episodi visti
Completo 0
Generale 9.0
Storia 9.0
Acting/Cast 9.0
Musica 8.0
Valutazione del Rewatch 9.5

My most favorite Chinese drama.

প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি! যারা Dating in the Kitchen দেখতে বসার আগে ভালো করে দরজা জানালা বন্ধ করে নিতেন, তারা এটা দেখতে বসলে কি করবেন? 🤣🤣🤣
রোমান্টিক-কমেডি জনরার ড্রামা। সচারচর আর আট/দশটা ড্রামার সাথে খুব একটা পার্থক্য নেই। নায়ক সুপার জিনিয়াস কিন্তু লাইফ নিয়ে উদাসীন, নায়িকা বোকাসোকা কিন্তু প্রাণোচ্ছ্বল! ভাগ্যক্রমে দুজন দুজনের কাছাকাছি আসে এবং প্রেমে পড়ে। এই তো... সিম্পল কাহিনী। তাই না দেখলেও তেমন কোন ক্ষতি নেই।
না দেখলেও আহামরি কিছু মিস করবেন না, তবুও কেন দেখবেন এই ড্রামা, এবার সেটা নিয়ে কিছু বলি...
১/ নায়িকা বোকাসোকা হলেও ছ্যাচড়া না। সে প্রথমেই নায়কের প্রেমে পড়ে ঠিকই, কিন্তু যে মূহুর্তে দেখে যে নায়ক তার জন্য স্পেশাল কিছু ফিল করে না, সেই মূহুর্তে বাসা ছেড়ে বেরিয়ে আসতে দ্বিতীয়বার ভাবে না। গাধী হলেও প্রাইড স্ট্রং! কাইন্ড, হেল্পফুল। হাসিখুশি একটা মেয়ে। পুরো ড্রামা শেষ করার পর এই মেয়ের প্রেমে না পড়ে কিছুতেই পার পাবেন না!!
২/ ফ্রেন্ডশীপ আর স্ট্রং ফ্যামিলি বন্ড। এই বন্ড রিপ্লাই ১৯৮৮ কিংবা গো এহেডের মত না। বরং আরো ম্যাচিউরড। নায়িকাদের তিনজনের গ্রুপটার ফ্রেন্ডশীপ, নায়িকার সাথে তার বোনের সম্পর্ক, নায়কের সাথে তার দাদার সম্পর্ক, নায়িকার তার কাজিনের প্রতি যে সিম্প্যাথি, নায়কের সাথে তার বন্ধু আর কলিগদের সম্পর্ক... তাদের বন্ডিংটা... অলীক কুসুম কাল্পনিক না, একদম রিয়েলিস্টিক দেখানো হয়েছে।
৩/ প্রচুর কিসিং সিন আছে। নায়িকাই বেশি প্রো-এক্টিভ!! তবে বাড়াবাড়ি কিছু নেই, একদম ন্যাচারাল সব। স্যাটিসফাইয়িং একটা ভাব আসে ড্রামা শেষ হবার পর।
৪/ মেইন লীড কাপল বাদে বাকি দুইটা যে সাইড কাপল দেখানো হয়েছে, তাদের কেমিস্ট্রিটা অসাধারণ। Love is Sweet এ যেমন নায়িকার বান্ধবী যেমন ছ্যাচড়ামি করে নায়কের কাজিনের জন্য, এখানে সেরকম কিছু নেই। এখানকার সাইড কাপল গুলাও যথেষ্ট ব্যক্তিত্বসম্পন্ন। এই জিনিসটা অনেক বেশি স্যাটিসফাইং।
৪.৫/ এখানে কেউই হুট করে কারো প্রেমে পড়ে না। দীর্ঘ একটা সময় জানাশোনার পরেই তারপরে প্রেমটা আসে। এটাও অনেকটা রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে।
৫/ সেকেন্ড মেল লিড এবং সেকেন্ড ফিমেল লিড আছে। অন্যান্য ড্রামায় যেমনটা দেখানো হয়, তারা ভিলেন, নায়ক বা নায়িকার জন্য যে কোন কিছু করতে প্রস্তুত... এখানে তারা এমন না। এখানে তারাও যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন। একবার যখন নায়িক/নায়িকা মানা করে দেয়, এরপরেই তারা রাস্তা মাপে, ভিলেনগিরির পথে না গিয়ে।
৬/ ১১ তম এপিসোডে নায়িকার ঘর মুছতে মুছতে একটা ড্যান্স আছে! পুরাই আমার মত নাচে!!! মানে বাসায় কেউ না থাকলে আমিও এমনে নাচি আরকি... 🤣🤣🤣

Leggi di Più

Questa recensione ti è stata utile?